অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ঘোষণা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ বিকেলে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ঘোষণা করার কথা ছিল।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে বসে। বৈঠকের পর জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করার কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে জনসভার তারিখ জানানো হবে। আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘গণহারে মনোনয়নপত্র বাতিলের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। প্রতীক বরাদ্দের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রতীক বরাদ্দের পরেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ প্রতীক নিয়ে জনগণের সামনে মিছিল করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Leave a Reply