(শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রামে হাতুড়ি ডাক্তারের ভূল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে । শনিবার (২৫ মে) সকালে উপজেলার চিড়রা ইউপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিড়রা এ আর সেবালয়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই ইউপির চাপিতলা গ্রামে মিজানুর রহমানের ছেলে মোঃ ইমরান (১৪ মাস) । এ আর সেবালয়ের ডাক্তার জানে আলম (আলম) নিজেকে মেডিসিন, মা, শিশু, চর্ম বিশেষজ্ঞ পরিচয় দেন।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়,গত ২৩ মে জ্বর হলে তার মা তাকে আলমের কাছে নিয়ে গেলে বিভিন্ন ওষুধ লিখে দেয়। তিন ধরে ওষুধ খাওয়ালে ভালো না হওয়ায়, আজ সকালে ফের ডাঃ আলমের কাছে নিয়ে আসে ডাঃ আলম ইন্জেকশান পুশ করলে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। তড়িঘড়ি করে ডাক্তার শিশুটিকে সিএনজি চালিত অটোরিকশা করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে প্রেরণ করেন। ওখানে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম শিশুটিকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই ডাক্তারের চিকিৎসায় কয়েকজন রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে । বিষয়টি স্হানীয় ভাবে মিমাংশার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ জানে আলম বলেন, আমি চিকিৎসা করিনি আপনি যা পারেন লিখেন, এর পরই সাংবাদিক পরিচয়ে প্রতিনিধির নিকট ফোন করে নিউজ না করার জন্য ডাক্তারের সাথ দেখা করতে বলেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান,কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply