(মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম )
কুমিল্লার চৌদ্দগ্রামে পত্রিকা হকার মরহুম আবদুল কাদেরের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চ্যারিটি অর্গানাইজেশান অব বাংলাদেশ’ (কোবা) পরিবার।
সোমবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তার স্ত্রী হালেমা খাতুনের নিকট কোবার পক্ষ থেকে ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামতের জন্য দুই বান টিন ও নগদ দেড় হাজার টাকা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোবার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, সংগঠনের মিডিয়া প্রধান ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেন, অনলাইন এক্টিভিস্ট জাকির হোসেন, দৈনিক খবরপত্রের চৌদ্দগ্রাম প্রতিনিধি এম এ আলম, মরহুম আবদুল কাদেরের পুত্র পত্রিকা হকার সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply