অনলাইন ডেস্ক:
কুমিল্লার অত্যন্ত পরিচিত সাংবাদিক এমদাদুল হক সোহাগ বহুল প্রচারতি দৈনিক রূপসী বাংলার চিফ রিপোর্টার ও চিফ ফটোসাংবাদিক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ ২৫ মে তিনি যোগদান করবেন। এমদাদুল হক সোহাগ এর আগে দৈনিক প্রথম আলোর বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আলোকচিত্রী সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি প্রথম আলো থেকে পদত্যাগ করেন।
প্রথম আলোতে থাকাকালীন সময়ে তিনি অন্ত্যন্ত সততা ও সুনামের সাথে কাজ করেছেন। তাঁর সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে। কুমিল্লা তুলে ধরেছেন বিশ্ব দরবারে। কুমিল্লাতে তিনিই প্রথম মোবাইল জার্নালিজম শুরু করেছেন। প্রথম আলোর ইউটউিব চ্যানেলে তাঁর অসংখ্য মোজো (মোবাইল জার্নালিজম) ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে সাংবাদিক এমদাদুল হক সোহাগ ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দৈনিক রূপসী বাংলায় নিজস্ব প্রতিবেদক ও ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।
রূপসী বাংলায় থাকাকালীন সময়ে তিনি ২০১৬ সালে প্রথম আলোতে যোগদান করেন। সাংবাদিক এমদাদুল হক সোহাগ ছাত্র-জীবনেই সাংবাদিকতা শুরু করেন। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই সাংবাদকিতায় সম্পৃক্ত হন। তিনি একজন নাট্যকর্মীও ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কার্য নির্বাহী সদস্য ছিলেন। মঞ্চ ও পথ নাটক করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা জেলার রক্তদান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
কুমিল্লা রাইজিং জার্নালিস্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন সহ কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতির সাথে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি এমদাদুল হক সোহাগ একাডেমিক পরীক্ষায় রেখেছেন সাফল্যের স্বাক্ষর। তিনি ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে একাউন্টিংয়ে ২০১৪ সালে অনার্স ও ২০১৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রাখেন।
তাছাড়াও ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় মাস্টার্সে ভর্তি হন। প্রথম আলোতে যোগদানের কারনে কাজের ব্যস্ততায় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি নিতে পারেননি। এমদাদুল হক সোহাগ তাঁর উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যেন পালন করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply