অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, চার জেলা নিয়ে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাইবো।বিভাগ করার জন্য চারটি জেলা দরকার হয়। কিন্তু আমাদের আছে তিনটি জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর।
আমাদের পার্শ্ববর্তী ফেনি, নোয়াখালী ও লক্ষীপুর জেলাকে আমরা আমাদের সাথে চেয়েছিলাম। কিন্তু তারা আসতে রাজি হয় নি।এখন কি আর করা। আরেকটি নতুন জেলা করে চারটি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ হবে। এ জন্য দেরি হচ্ছে। আশা করি অচিরেই কুমিল্লা বিভাগ হবে।
বুধবার ইতালির রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কুমিল্লার বিভাগ হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন।উল্লেখ্য যে, কুমিল্লা জেলাকে ভেঙ্গে দুটি জেলা করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
Leave a Reply