(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)
কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস সতর্কতায় জনসচেতনা বৃদ্ধির নতুন প্রচার শুরু করেছে উপজেলা প্রশাসন। এতে ভাইরাস থেকে নিরাপদ থাকতে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। মঙ্গলবার দিনব্যাপী চান্দিনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সচেতনমূলক শ্লোগান সম্বলিত ব্যানার সাঁটাতে দেখা গেছে।
আজ বুধবারের মধ্যে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের আনাচে-কানাচে ওই কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান উপজেলা প্রশাসন। প্রশাসনের ওই কার্যক্রমকে উপজেলার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। এদের একজন নবাবপুর ইউনিয়নের বাসিন্দা মো.রাজিব। তিনি জানালেন, মাইকে গান ও প্রচারণা শুনে আমরা করোনাভাইরাস সচেতনতা সম্পর্কে অনেক কিছু জেনেছি।এখন প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সকল ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলার বিভিন্ন হাট-বাজার, সরকারী প্রতিষ্ঠান, বাস-স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সম্মুখে এসকল জনসচেতনতামূলক লেখনিসমূহ সাঁটানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান- করোনা ভাইরাস প্রতিরোধে আমরা প্রতিনিয়ত মাইকিং ও লিফলেট বিতরণ করছি। এর পাশাপাশি এসব স্লোগান সম্বলিত ব্যানার ও দেওয়াল লিখন জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সকল ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এসকল ব্যানার ও দেওয়াল লিখন স্থাপনের কার্যক্রম আজকের মধ্যে সমাপ্ত করা হবে।
Leave a Reply