আকিবুল ইসলাম হারেছ :
কুমিল্লার চান্দিনা উপজেলার করোনা ভাইরাস (COVID-19) সংক্রামণ প্রতিরোধ ও সংকটে পড়া ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা জেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক ও আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের সাথে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ এপ্রিল) সকাল ১১ টায় ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন সাবেক ডেপুটি স্পিকার ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি,জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু, বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, কালের কন্ঠ চান্দিনা প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদসহ চান্দিনা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
ভিডিও কনফারেন্সে চলমান দুর্যোগ প্রতিরোধে চান্দিনা উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা,লকডাউন পুরোপুরি বাস্তবায়ন,কর্মহীন অসহায় মানুষের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া,আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,খাদ্য উৎপাদন ও মজুদ অবস্থা,ধান কাটার প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে গৃহীত ব্যবস্থা,চ্যালেঞ্জসমূহ ও চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে৷এছাড়া উপজেলা নির্বাহী অফিসার স্যাইড শো-এর মাধ্যমে চান্দিনার সার্বিক করোনা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম প্রদর্শণ করেন।
পরে কুমিল্লা জেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক ও আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম
সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
Leave a Reply