আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের গ্রামীণ হাট-বাজার ও কাঁচাবাজারগুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠে বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রোববার দেশের সব জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এতে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এই পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করা প্রয়োজন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গ্রামীণ কাঁচাবাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব।
এদিকে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার অফিস থেকে উপজেলার সকল হাট-বাজার সাময়িকভাবে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান মাঠে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।১৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) স্নেহাশীষ দাশ ওই আদেশ জারি করেন।নির্দেশনায় চান্দিনা উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র চান্দিনা বাজার স্থানান্তর করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিতে বলা হয়েছে।এছাড়াও এতবারপুর বাজারকে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে,কাদুটি বাজারকে কাদুটি উচ্চ বিদ্যালয় মাঠে,জোয়াগ বাজারকে জোয়াগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,শ্রীমন্তপুর বাজারকে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে,বরকইট বাজারকে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে,মহিচাইল বাজারকে মহিচাইল উচ্চ সসসবিদ্যালয় মাঠে,মাধাইয়া বাজারকে মাধাইয়া ছাদিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে,অম্বরপুর বাজারকে অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে,কংগাই দক্ষিণ বাজারকে কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে,বদরপুর বাজারকে বদরপুর গরু বাজার মাঠে,নতুন বাংলা বাজারকে পানিপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে,রসূলপুর বাজারকে রসূলপুর উচ্চ বিদ্যালয় মাঠে,বড়ইয়া কৃষ্ণপুর বাজারকে বড়ইয়া কৃষ্ণপুর দক্ষিণ অংশে,দোল্লাই নবাবপুর বাজারকে দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বাড়েরা বাজারকে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,সকাল থেকে মহিচাইল বাজারের কাঁচা বাজার ব্যবসায়ীগণ নিজ নিজ দায়িত্বে সরকারের নির্দেশনানুযায়ী কাঁচা বাজার স্থানান্তর করে মহিচাইল উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে বসে সামাজিক দূরত্ব মেনে কেনাবেচা করছেন। ক্রেতারাও সামাজিক দূরত্ব মেনেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করছেন।
মহিচাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মহিচাইল বাজারের কাঁচা বাজার স্থানান্তর করে বাজারে উত্তর পাশে হাই স্কুলের ফাঁকা মাঠে বসানো হয়েছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পর্যায়ক্রমে উপজেলার সকল কাঁচা বাজারকে স্কুল/মাদ্রাসা মাঠে ও খোলা জায়গায় স্থানান্তর করা হবে। এ অবস্থায় সাময়িক বাজার মনিটরিং করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাজার ইজারাদার ও বাজার বণিক সমিতির সংশ্লিষ্টরা।
Leave a Reply