চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার প্রতিটি স্টেশন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল বৃত্ত এঁকেছেন হাইওয়ে পুলিশ। এসময় স্টেশনে যাত্রী-চালক ও খেটে খাওয়া মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে চান্দিনা-বাগুর বাস স্টেশন, মাধাইয়া বাস স্টেশন, কুটুম্বপুর বাস স্টেশন এবং দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাস স্টেশনের ফল ও ওষুধ দোকানের সামনে সামাজিক দূরত্বের গোল বৃত্ত এঁকে দেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা’র নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টহল টিম করোনা সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণ করেন তারা।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান- করোনা সতর্কতায় গণপরিবহন বন্ধ থাকায় ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীদের নেই ব্যস্ততা। তারপরও অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাত্রী-চালক ও খেটে খাওয়া মানুষের মাঝে মাস্ক বিতরণ সহ প্রচার কাজ চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাকিল আহমেদ, এস.আই মাহফজুর রহমান ও এস.আই সারওয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply