আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা
করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।তেমনি ‘মানুষের সেবায় সর্বদা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে জরুরি সেবা দিয়ে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’ নামে ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী টিম। যে সময় মানুষ কোন আশার আলো দেখতে পাচ্ছে না, সেই সময় মানবতার বার্তা নিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’।প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের কষ্টের ফসল রক্ষায় এই সংগঠন বিনা পারিশ্রমিকে ফসল কেটে ও রোপণ করে দেয়ায় খুশি কৃষকরা।
তারই ধারাবাহিকতায় চান্দিনা উপজেলা ‘জয় বাংলা স্কোয়াড’র সমন্বয়ক কাউছার আলম আপনের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং এলাকায় এক কৃষকের ৩০ শতাংশ জমির ধান রোপণ করে দেন জয় বাংলা স্কোয়াডের কর্মীরা।করোনা পরিস্থিতিতে “জয় বাংলা স্কোয়াড”র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।করোনায় শ্রমিক সংকট নিরসনে চান্দিনায় কৃষকের বোরো ধান কেটে দেয়া ও ধান রোপণ করে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠনের ওই কর্মীরা। পর্যায়ক্রমে শ্রমিক সংকটে থাকা অন্যান্য কৃষকদের ধান কেটে দেয়া ও ধান রোপণ করে দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা জয় বাংলা স্কোয়াডের সমন্বয়ক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরুদ্ধ চান্দিনার মানুষের পাশে দাড়ানো এই সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসাও করছেন অনেকে। তারা ‘জয় বাংলা স্কোয়াড’র এমন সেবামূলক কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাসও দেন।
সংগঠনটির কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ‘জয় বাংলা স্কোয়াড’র চান্দিনা উপজেলা শাখার সমন্বয়ক কাউছার আলম আপন বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের কারণে ভয়াবহ দূর্যোগের সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশও কোভিড-১৯ এর ভয়াল থাবা থেকে পরিত্রান পায়নি।চলমান পরিস্থিতিতে সরকার নানামুখী কর্মতৎপরতার মাধ্যমে সংকট মোকাবিলায় দেশব্যাপি সচেতনতা সৃষ্টি, সংকট উত্তোরণ কিংবা দুর্যোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সকলের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। যেহেতু কোভিড-১৯ এর কোন প্রতিষেধক এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি, তাই পর্ববর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে নিজ ঘরে অবস্থানের নির্দেশনা বলবৎ আছে।’
তিনি আরো বলেন, ‘জাতির এই খারাপ সময়ে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনের প্রধান সমন্বয়ক ভূঁইয়া মো.ফয়েজউল্লাহ মানিকের নির্দেশনায় আজ বানিয়াচং গ্রামের অসহায় কৃষক জহির উদ্দিনের ৩০ শতাংশ ধান রোপণ করা আপনাদের জরুরি প্রয়োজনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা নিজের পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সুরক্ষায় ঘরে থাকুন, আপনাদের প্রয়োজনে আমরা প্রস্তুত আছি।’
কৃষকের ধান রোপণ কার্যক্রমে সংগঠনটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী আক্তার হোসেন শাহিন,শাকিল আহম্মেদ, মাহমুদুল হাসান সাগর,জিসান আহম্মেদ, সাইদুল হক সাগর,সানি প্রমুখ
Leave a Reply