( এমডি আজিজুর রহমান, বরুড়া)
কুমিল্লার বরুড়ায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় সুরুজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ ঘরের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ নভম্বের) বরুড়া পৌরসভাধীন অর্জুনতলা গ্রামের মীর বাড়ীতে দুপুর ১ ঘটিকার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় ঘরের ভিতরে অসুস্থ্য সুরুজ মিয়া ভিতরেই পুড়ে মারা যান। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিস্তরা হলেন নিহত সুরুজ মিয়ার ছেলে মফিজ উদ্দিন ও মোকতার হোসেন।
এ ব্যাপারে বরুড়া ফায়ার সার্ভিসের লিডার মো: মোশারফ হোসেন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ২ লক্ষ টাকা হবে বলে জানান।
ঘটনার পর বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেন।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী নিহতের পরিবারের স্বজনদের সমবেদনা জানান এবং সহযোগীতার আশ্বাস দেন।
Leave a Reply