অনলাইন ডেস্ক:
কুমিল্লা রানীরদিঘীর দক্ষিনপাড়ে বহুতল ভবনে গ্যাসের চুলায় কাপড় শুকাতে গিয়ে অগ্নিকা’ন্ডের ঘটনা ঘটেছে। এ সময় পুরো বিল্ডিংয়ের মানুষ এদিকে ওদিক ছুটাছুটি করে আতঙ্কে সবাই রাস্তায় নেমে আসে । মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন বহুতল ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে আসে ।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, আমরা আসার আগেই গৃহপরিচালক উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে লেপ দিয়ে আগুন নেভাতে সক্ষম হয় । তেমন কোন ক্ষতি হয়নি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গেল। বিশেষ করে শীতকালে এ ধরনের ঘটনা প্রায় ঘটে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে । এতে করে গ্যাসের অবচয় ও দু র্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে।
গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা
১. রান্নাঘরের জানালা ২৪ ঘণ্টাই খোলা রাখুন। যদি মনে হয় খোলা রাখলে মশা-মাছির উৎপাত বাড়বে তাহলে জানালার গ্রিলে নেট লাগিয়ে নিন।
২. গ্যাস লিক করে কি না তা ভালো করে খেয়াল করুন। গন্ধ চেনার চেষ্টা করুন।
৩. অনেক দিন ঘর বদ্ধ থাকলে বাসায় ঢুকেই আগুন জ্বালাবেন না। জানালা খুলুন, ঘরে বাতাসের আসা-যাওয়া স্বাভাবিক হলে চুলা জ্বালুন।
৪. বাথরুমে প্রচুর গ্যাস থাকে, সব কিছু বন্ধ করে কখনোই মোমবাতি, ম্যাচ জ্বালাবেন না।
৫. গ্যাসলিকের সমস্যা থাকলে দ্রুত বাড়িওয়ালাকে জানান ও প্রতিকারের ব্যবস্থা নিন।
৬. যাঁরা বাড়ির মালিক তাঁরা অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন। দু র্ঘটনার আগেই সতর্ক হোন।
৭. রান্নাঘরে ইলেকট্রিক ওভেন-ফ্রিজ রাখলে বুঝেশুনে ব্যবহার করুন।
৮. মনে রাখবেন, ফ্রিজ কিন্তু ২৪ ঘণ্টাই চলে। ফ্রিজের পেছনটা গরম হয়। এই গরম হাওয়া বের হওয়ার ব্যবস্থা রাখবেন।
৯. গ্যাসের চুলায় কাপড় শুকাতে দেবেন না।
১০. ম্যাচের কাঠি বাঁচানোর প্রবণতা বাদ দিতে হবে। কাজ শেষে চুলা বন্ধ করে দিন।
১১. বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করুন চুলা বন্ধ করেছেন কি না। চাবি ঘুরিয়ে গ্যাস বন্ধ করে বের হোন।
১২ সর্বোপরি নিজে এবং পরিবারের প্রত্যের সদস্যকে সতর্ক করুন এবং করণীয়গুলো জানিয়ে রাখুন।
Leave a Reply