অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৩ জনের । যা কুমিল্লায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। লাকসামে ২ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৯ জন, নাঙ্গলকোটে ৮ জন, সিটিতে ৪ জন,বরুড়া ১ জন,সদরে ১০ জন, লালমাইয়ে ১ জন, দেবিদ্বারে ১২ , তিতাসে ১ জন।
এই কুমিল্লায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৪২৯ দাড়িয়েছে । মৃত্যু হয়েছে তিনজনের । এর মধ্যে চান্দিনায় দুইজন রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে । নতুন করে কুমিল্লায় সুস্থ হয়েছে ২১ জন, মোট সুস্থ ৮৩ জন ।
মোট নমুনা সেন্ট= ৬ হাজার ৯২ টি
মোট রিপোর্ট রিসিভেড=৫ হাজার ৫ শ ৬৫ জনের
মোট পজিটিভ =৪২৯জন
মোট সুস্থ্য = ২১ জন
মোট মৃ ত্যু =১৭ জন
২১মে, ২০২০ ইং (দুপুর টা পর্যন্ত )
নতুন আক্রন্ত:৫৭ জন
নতুন সুস্থ :২১ ( দেবিদ্বারে ১০, বরুড়া ৬, লাকসাম ৩ জন, ব্রাহ্মণপাড়া১, লাইমাই ১ )
নতুন মৃত্যু: ৩ ( চান্দিনা ২)
দেবিদ্বার ১২৩,সদর ১৯, সিটি ৩৫, তিতাস ১৫, লাকসাম ২৬,চান্দিনা ৩০, দাউদকান্দি ১৬, বুড়িচং১৬, মুরাদনগর ৮০, মনোহরগঞ্জে ৭, বরুড়া-১১,বি-পাড়া ১১,সদর (দ) ৬, চৌদ্দগ্রাম ৩, হোমনা ৪, মেঘনা২,লালমাই ৪, নাঙ্গলকোট ১৯।
Leave a Reply