অনলাইন ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করে তার মনোনয়নের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ট্রায়াল রুমে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়ন ফরম তোলা হয়। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে রাখা হয় মোরশেদ মিল্টনকে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে মোরশেদ মিল্টনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেও তা গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়
Leave a Reply