নিজস্ব প্রতিবেদক
শুক্রবার কুমিল্লা মহানগরীর কোটবাড়ি খানকায়ে সালেহীয়া দ্বীনিয়া মাদরাসা কমপ্লেক্সে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামাগণ ছাড়াও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও সমাজ ও মুসলিম বিশ্বের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গতকাল বাদ আসর কোটবাড়ি মুড়া খানকায়ে সালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স এর সেক্রেটারী চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো.আবদুল কাদেরের সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন বরুড়া আসনের সাবেক এমপি মাহাবুবুর রহমান ভূইয়া,সমাজসেবক মো.রবিউল মিয়া, আবদুল আজিজ, ওবায়দুল কবির মোহন, মাওলানা আবদুল খালেক মাষ্টার,বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল বাসার ভূইয়া বশির,আবদুল বাতেন,সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, আওয়ামী লীগ নেতা হাজী আবদুর রশিদ,আবদুল ওহাব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কোটবাড়ি সালেহীয়া দ্বীনিয়া ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স এর মুদির মাওলানা মো.মোরশেদুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা দেয়। রমজানের আত্মশুদ্ধির শিক্ষা সমাজ ও দেশের কল্যানে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে পশ্চিমা বিশ্বে জঙ্গিবাদের নামে ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। জঙ্গিবাদ ইহুদী-নাসারাদের সৃষ্ট,মুসলমানদের নয়। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ ভুল ব্যাখা দিয়ে শান্তির ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। মুসলিমদের হেয় করা হচ্ছে। আমাদের এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইমানী শক্তির মজবুত করতে হবে।
Leave a Reply