আবদুল্লাহ আল মারুফ:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে সড়কে টহল ও চেকপোস্টে ১৬০ টি মোটরসাইকেলকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইওয়ান মনির হোসেন।
তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এ জরিমানা করা হয়। লাইসেন্স, হেলমেট, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ব্যবহার হতে বিরত থাকাসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়েছে। সিটি নির্বাচনে যেন কোন অপরাধ সংঘটিত না হয় সে কারণে আমরা মোড়ে মোড়ে চেক পোস্ট বসাচ্ছি। সিটিতে কোন মোটরসাইকেল ঢুকলেই তার কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply