(অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লা ৬ আসনে চুড়ান্ত ফলাফল জাগো কুমিল্লা ডট কমের হাতে এসেছে। তবে বেসরকারি ভাবে এখনও চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। কুমিল্লা রিটার্নি অফিসার কার্যালয়ে ঘোষণা করা হচ্ছে। তবে দলীয় সূত্রে জানা যায়, সদর আসনের ১২৭ টি কেন্দ্রের মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকে পেয়েছেন ২,৯৬,৩০০ ভোট, অপরদিকে ঐক্যফন্ট মনোনীত বিএনপির প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিনধানের শীষ ১৮৫৩৭।
টানা তিনবারের মত কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। ইতিমধ্যে নেতা-কর্মীর আনন্দ মিছিল নিয়ে টাউন হলে একত্রিত হচ্ছে। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন।কুমিল্লা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টায় নিজের ভোট প্রদান করেছেন।
এ সময় তিনি বলেছেন, সবাই উৎসব মুখোর পরিবেশে ভোট দিচ্ছে। কুমিল্লার মানুষদের সমার্থন পেলে কুমিল্লাকে সুন্দর করে সাজাব এবং কুমিল্লাকে মাদক মুক্ত করা হবে।
উল্লেখ্য ১৯৭৩ এর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক খোরশেদ আলম বিজয়ী হলেও দীর্ঘ ৩৪ বছর আসনটি বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের দখলে থাকে আসনটি।তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার আসনটি পুনরুদ্ধারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একাদশ সংসদ নির্বাচনের তিনি জয়ের পথে।কুমিল্লা-৬ আসনে ভোটার প্রায় চার লাখ ১৬ হাজার ৭০১ জন।
Leave a Reply