অনলাইন ডেস্ক:
জাতীয় ঐক্যফ্রন্টের দুই শরিক দলের জন্য ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরমধ্যে নাগরিক ঐক্যের জন্য ৫টি এবং জেএসডিকে ৫টি আসন দেয়া হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক বেঠকে এ ঘোষণা দেওয়া হয়।
নাগরিক ঐক্যকে যেসব আসন দেওয়া হয়েছে সেগুলো হলো: বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫, রংপুর-১, রংপুর-৫ এবং বরিশাল-৪ আসন।
৫টি আসন পাওয়ার কথা নিশ্চিত করে জেএসডি নেতা আব্দুল মালেক রতন জানান, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহিদুদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কিশোরগঞ্জ-৩ এবং শরীয়তপুর-১ আসন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে। সেখানে নিবন্ধিত দল হিসেবে ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রধান শরিকদল বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।
Leave a Reply