অনলাইন ডেস্ক:
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাংলাদেশে আওয়ামীলীগ থেকে বিগত সময়ে পাচঁবারের দলীয় মনোনয়ন প্রাপ্ত ও বর্তমানে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার ও দলের আরেক বিদ্রোহী প্রার্থী তার ছেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোর ও কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই বিএনপির দলীয় প্রার্থী কাজী কেএম মুজিবুল হকসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে
আজ রোববার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তথ্য জানানো হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দশজনের মনোননয়ন বাতিল করা হয়েছে। বাতিলকৃত অন্যরা হলেন, কাজী জুনউন বশরী, আকবর আমীন বাবুল, আনিসুর রহমান, গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম ও সৈয়দ মোস্তাক আহম্মেদ।]
এর মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। গ্রহনকৃতরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, বিএনপির ড. শাহিদা রফিক, ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের আহম্মেদ আবদুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আমির, কাজী নজরুল ইসলাম, কাজী মোস্তাকিম আহম্মেদ, নাজমা আক্তার, মোস্তাক আহম্মেদ, আক্তার হোসেন, আবল্লøাহ নজরুল, আবুল কালাম আজাদ তমাল, আরিফুল ইসলাম শাহেদ, আলমগীর হোসেন, কামাল উদ্দিন ভূইয়া, হেলাল উদ্দিন ও জাফর ইসলাম।
Leave a Reply