অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির টোল প্লাজা থেকে ২০ হাজার পিস ই’য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফ’তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী মোইক্রোবাসটি। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা পুলিশ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতারা হলো, নোয়াখালী জেলার চাটখিল উজেলার রুদ্র রামপুর গ্রামের ইমাম, তার স্ত্রী সোনিয়া এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মাহবুবুল আলম। তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে ই’য়াবা ঢাকায় যাচ্ছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দ পুলিশ দাউদকান্দির টোলপ্লাজায় অবস্থান নেয়। পরে মাইক্রোবাসটি আটক করে তল্লাশী চালালে মাইক্রোবাসে থাকা কাটুন উদ্ধার করে। কার্টুন থেকে ৬০ লাখ টাকা মুল্যের ২০ হাজার পিস ইয়া’বা উদ্ধার করে এবং স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রে’তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর সালেহীন ইমন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান।
Leave a Reply