স্টাফ রিপোর্টার:
একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব। সমাজকে নিঃস্বার্থ সেবাদান, আদর্শ
নাগরিক হওয়া, দেশ বিদেশে সমবয়সী যুব সমাজের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে উন্নত সমাজ ও বিশ্ব গড়ে তোলাই এপেক্সের মূল উদ্দেশ্য। চিন্তা, চেতনায়, সুনাগরিকত্ব, বন্ধুত্বে সকলের শীর্ষে থাকার বাসনা আছে এপেক্স ক্লাবের প্রত্যেক সদস্যের। গতকাল সন্ধ্যা ৭টায় কুমিল্লা মহানগরীর ক্যাপসিকাম হোটেল হলরুমে অনুষ্ঠিত হয় এপেক্স ক্লাব কুমিল্লা সিটির ১১তম বার্ষিক সাধারণ সভা।
এপে. তৌহিদ হোসেন সরকার এর কোরআন তেলোওয়াত পাঠ ও এপে. জি এম সামদানী আইডিয়েল অব এপেক্স পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপে. ডা. মুজিবুর রহমান, পিএনপি এপে. সৈয়দ নুরুর রহমান। আরো উপস্থিত ছিলেন জেলা গভর্ণর এপে. এড. খোরশেদ আলম, সিটি ক্লাবের পিপি এপে. জাবেদুল হক সাগর, পিপি এপে. আব্দুস সালাম, এনএস, এপেক্স বাংলাদেশ এর এপে. হাবিবুর রহমান চৌধুরী, ডিএস এপে. শাহজাদা এমরান, কুমিল্লা ক্লাবের প্রেসিডেন্ট এপে. শাহরিয়ার জামান, পিপি এপে. মাহমুদুল হাসান পাশা, এপে. ওয়ালীউল্লাহ রিপন, কুমিল্লা মেট্রোপলিটন ক্লাবের সভাপতি এপে. জাফরুল হাসান সহ আরো অনেকে।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ২০২২ সালের সিটি ক্লাবের বোর্ড নির্বাচিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিপি এপে. এপে. জাবেদুল হক সাগর, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এপে. আব্দুস সালাম আহমেদ, এপে. ফেরদৌস আলম দুলাল। অবজারভার ছিলেন এপেক্স ক্লাব অব অপরাজিতার পিপি ও ন্যাশনাল অফিশিয়াল এপে. এড. নাহিদ সুলতানা মুক্তি।
২০২২ বর্ষের কমিটিতে প্রেসিডেন্ট এপে. আব্দুল হাই শরীফ, সিনিয়র সহ-সভাপতি এপে. কেফায়েত উল্লাহ, জুনিয়র সহ-সভাপতি এপে. তৌহিদ হোসেন সরকার, আইপিপি এপে. আরিফুল ইসলাম, সেক্রেটারী এবং ডিএনই এপে. চৌধুরী মুহা. আহাদ, ট্রেজেরার এপে. আবুল কালাম রাসেল, সার্ভিস ডিরেক্টর এপে. সাইফুল ইসলাম, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে. মোফতার আহমেদ সোহাগ, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. সাইফুর রহমান সুমন, পাবলিক স্পেকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. আবু ইউসুফ এবং সার্জেন্ট এ্যাট আর্মস এপে. মাঈনুদ্দিন সরকার।
Leave a Reply