অনলাইন ডেস্ক:
কুমিল্লা সিটি ও সদরের ৯ জনসহ ৫ উপজেলায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃ’ত্যু বরণ করেছেন দেবিদ্বারের ২ জন । এই নিয়ে কুমিল্লায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৪ জন । মোট মৃত্যু ১১ জনের। এর মধ্যে দেবিদ্বারের ৯ জন রয়েছে।
শনিবার কুমিল্লার সিটির ৬ জন। তারা হলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের পিতা ও জেলা সদর হাসপাাতালের একজন স্বাস্থ্যকর্মী , হাউজিং এস্টেটে ২ নং সেকশনে ২ জন এবং নেউরা সৈয়দ পুরে ২ জন। লাকসাম উপজেলায় ১ জন, মুরাদনগরে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২জন, আদর্শ সদরে ৩ জন, এবং নাঙ্গলকোটে ৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে মনোহরগঞ্জে একজন ।
কুমিল্লার সদর উপজেলার বরদৈল গ্রামের তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা একই বাড়ির। এ তিন জন ঢাকার ইবনে সিনায় চিকিৎসা নিয়ে ফেরা করোনা আক্রান্ত কিডনি সমস্যায় অসুস্থ এক মেয়ের কন্টাক্টে এসেছিলেন।
করোনা সংক্রমন প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোট নমুনা সেন্ট= ৪ হাজার ৬শ ৩১ জন
মোট রিপোর্ট রিসিভেড=৪ হাজার ৩শ ১৯ জনের
মোট পজিটিভ = ২৬৪জন
মোট সুস্থ্য = ৪৭ জন
মোট মৃ ত্যু =১১ জন
১৬মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ১৬ জন (সিটি, সদর, নাঙ্গলকোট, লাকসাম,মুরাদনগর, ব্রাহ্মণপাড়া)
নতুন সুস্থ : ১ জন
নতুন মৃত্যু: ২
Leave a Reply