রবিউল হোসেন,কুমিল্লা।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের আউশ প্রণোদণা কর্মসূচির উদ্বোধন ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার আদর্শ সদর উপজেলাস্থ কেটিসিসি,র মিলনায়তনে আউশ প্রণোদণা কর্মসূচির আযোজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শাহনাজ রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে সোনার বাংলায় রপান্তর করেছেন। দেশনেত্রী বাংলাকে একটি সয়ংস্পূর্ন্য রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দেশকে কৃষিতে সয়ংসম্পূর্ন্য করার লক্ষ্যে বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ করছেন। এবছর উপজেলার ৩৫০ জন কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। আপনারা বঙ্গবন্ধুর কন্যা হাতকে শক্তিশালি করুণ, নেত্রী আপনাদের ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট উপহার দেবেন। ২০৪১ সালে আপনারা হবেন একটি উন্নত রাষ্ট্রের নাগরিক। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার বাবু সম্ভুরঞ্জন চেীধুরী, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার শেখ মো. আলাউদ্দিন।
Leave a Reply