অনলাইন ডেস্ক:
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের স্কুল শাখার ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার সাড়ে ৯ টায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ ড.এ কে এম এমদাদুল হক জানান, এ বছর ডিসি অফিস কক্ষেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতেতে খাতা দেখানো হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া শতভাগ সুষ্ঠু হয়েছে। উত্তীর্ন সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি কুমিল্লা জেলা প্রশাসকসহ ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুমিল্লায় শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের স্কুল শাখার ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার্থী ছিল ১৯৫৯। আসন ছিল ৮৫। প্রতি আসনের বিপরীতে ২৩ জন পরীক্ষা দিয়েছে।
জাগো কুমিল্লা পাঠকদের জন্য ফলাফল দেওয়া হলো।
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজর বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষার ফলাফল সহ সামগ্রীক সাফল্য অর্জন ও ২০১৯ সেশনে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ সরকারিকরণ করা হয়। এতে ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য আবেদনের হিড়িক পড়েছিল।
অধ্যক্ষ ডা. এ কে এম এমদাদুল হক আরও বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে পড়ালেখার গুণগত মানকে শতভাগ প্রাধান্য দিয়ে একাডেমিক কার্য্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলে বোর্ড ফাইনাল পরীক্ষাগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে। পাশাপাশি ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গনে সফলতা অব্যাহত রয়েছে। তিনি বলেন ২০১০ সাল থেকে আমরা ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করে আসছি। পরে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের ভর্তি করে থাকি। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ২০১০ সালে ২৮৮ জন, ২০১১ সালে ২২০ জন, ২০১২ সালে ২৮৫ জন, ২০১৩ সালে ৪৬৭ জন, ২০১৪ সালে ৫৭৮ জন, ২০১৫ সালে ৬৪৫ জন, ২০১৬ সালে ৬৯৮ জন, ২০১৭ সালে ৭০৮ জন, ২০১৮ সালে ১৫৭৬ জন, ২০১৯ সালে ১৬১৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। তিনি আরো বলেন, ২০১৯ সালে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করে বুয়েট, চুয়েট, মেডিকেল, ঢাবি, চবি, কুবিসহ দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানগুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের চান্স পেয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারী মডেল কলেজকে প্রশংসিত করেছে।
Leave a Reply