( জাগো কুমিল্লা.কম)
এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা ৪৪২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা ৮৮ জন পরীক্ষার্থী পাস করেছে।
সেই সঙ্গে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন এবং বিভিন্ন গ্রেডে ২৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই পুনঃনিরীক্ষার ফল ঘোষণা করে।
বোর্ড সূত্রে জানা যায়, গত ৬ মে কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এতে পাসের হার ছিল ৮০.৪০ শতাংশ। পরদিন থেকে ১৩ মে পর্যন্ত ফলাফল চ্যালেঞ্জ করে ১৬ হাজার ৮৩৭ জন পুনঃনিরীক্ষার আবেদন করে। এতে ৪৪২ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়।
এর মধ্যে ৮৮ জন ফেল করা শিক্ষার্থী রয়েছে। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন এবং বিভিন্ন গ্রেডে ২৯২ জনের ফল পরিবর্তন হয়েছে।
কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম জানান, বোর্ডের অনলাইনে পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেসব পরীক্ষার্থীর নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে তারা সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আগামী ৫ ও ৬ জুন আবেদন করতে পারবে। সূত্র: জাগো নিউজ
Leave a Reply