জাগো কুমিল্লা ডেস্ক:
কুমিল্লার সদর দক্ষিণে র্যাবের অভি’যানে এক হাজার পিস ই’য়া’বাসহ মা’দ’ক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২২)কে আটক করা হয়েছে। কোতয়ালি মডেল থানার নোয়াপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মা’দ’ক ব্যবসার কাজে লি’প্ত ছিল।শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সদর দক্ষিণ থানাধীন চৌয়ারা দক্ষিণ বাজারে একটি বি’শেষ অভি’যান পরিচালনা করা তাকে আটক করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি প্রণব কুমার জাগো কুমিল্লাকে জানান, গো’পন তথ্যে’র ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভি’যানিক দল তাকে আ’’টক করে।
এসময় সময় তার থেকে ১ হাজার পি’স ই’য়াবা ট্যা’বলেট এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসকল কর্ম’কা’ন্ডের সাথে জ’ড়িত থাকার কারণে দীর্ঘদিন ৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গো’য়েন্দা ন’জরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রে’ফতা’রকৃত আ’সা’মীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আই’নানুগ’ কার্যক্র’ম গ্রহণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে জেলা সিভিল সার্জন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) পরিচালক জানিয়েছেন, তারা কেউ কুমিল্লায় থাকা অবস্থায় আক্রান্ত হয়নি। তাদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কুমেকে নয়জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য হাসপাতালে দুজন চিকিৎসকসহ আরও চার জনের ভর্তির খবর পাওয়া গেছে।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, যারা ভর্তি হচ্ছেন পর্যাপ্ত সেবা পাচ্ছেন। বুধবার সম্পূর্ণ সুস্থ হয়ে দুজন হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন। ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার জন্য সব ব্যবস্থা এখানে রয়েছে।
কুমেক হাসপাতালে ডেঙ্গু রোগী আমজাদ হোসেন বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকায় গত সোমবার জ্বরে আক্রান্ত হই। মঙ্গলবার কুমিল্লায় এসে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছি। এখন কিছুটা সুস্থবোধ করছি।’
কুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহবুবুর রহমান বলেন, ‘যাদের জ্বর ১০৪ ডিগ্রির বেশি তাদের রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের বিষয়ে আমরা নিশ্চিত হয়ে থাকি। ইনডোরে মেডিসিন বিভাগেও রোগী ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। জরুরি বিভাগ থেকেও ভর্তি হতে পারবেন।’
Leave a Reply