( জাগো কুমিল্লা.কম)
এক সময়ে মাদক সেবনের নিরাপদ স্থান ছিল কুমিল্লা রেলস্টেশন এলাকা। তবে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার ফলে তার প্রবনতা দিন দিন কমছে। এই ধারাবাহিকতায় কুমিল্লাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহীর নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫ টায় অভিযান পরিচালনা করার সময় রেলস্টেশনে পরিত্যাক্ত মালগাড়ীর বগীতে ইয়াবা সেবন করছে দুই যুবক।
এসময় হাতে নাতে ইয়াবা সেবনের সরঞ্জাম ও কয়েক পিস ইয়াবাসহ আদর্শ সদর উপজেলার আব্দুল করিমের ছেলে মোঃ আমিনুল হক জনি(২৫) ও নোয়াখালি সোনাইমুরী এলাকার মৃত মোখলেস ছেলে মোঃ হেলাল (৪০)কে আটক করা হয়। এ সময় স্থানীয় জনতা ও যাত্রীরা ভ্রাম্যমান আদালতকে অভিনন্দন জানান। নিয়মিত অভিযান পরিচালনা করার আহবান জানান।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, কুমিল্লা জেলার সুযোগ্য জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলাম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর স্যারের নির্দেশে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে।
এদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(ক) ধারায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply