( জাগো কুমিল্লা.কম)
জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার জন্য কুমিল্লায় কনসার্ট আয়োজনের করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উক্ত করসার্টটি জাগো কুমিল্লা ( jagocomilla.com ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হবে।সবার জন্য উম্মুক্ত থাকবে এই কনসার্ট।
।
আগামী ৮ সেপ্টেম্বর শনিবার কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে এ উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও মনোমুগ্ধকর লেজার শোও থাকবে। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতির কাজ শুর হযেছে।
মতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিতের মতো শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। জেমস, সোলস, দলছুট, এলআরবি, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্যের মতো ব্যান্ড দলগুলোও অংশ নেবে কনসার্টে।
কনসার্টে শিল্পীদের মধ্যে আরও থাকছেন আঁখি আলমগীর, হৃদয় খান, কণা, শফি মণ্ডল, কিরণ চন্দ্র, চন্দনা মজুমদার, আরিফ, আনিকা, রিংকু, নিশিতা, শুভ এণ্ড ফ্রেন্ডস, পিন্টু অ্যান্ড পারভেজ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, “সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন।”
তিনি জানান, কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হবে। এছাড়াও দেখানো হবে প্রধানমন্ত্রীর ১০টি ‘বিশেষ’ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র।
এছাড়া ২০-২১ জুলাই কুমিল্লায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে।
ম
Leave a Reply