( আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
এবছর এইচএসসির ফলাফলে কুমিল্লা বোর্ডে আওতাধীন কুমিল্লা , নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৯ শ ৪৪ জন। ছেলেরা পেয়েছে ৪ শ ৮৩ জন। মেয়ের ৪শ ৬১ জন। ২০১৭ সালে ৬শ ৭৮ জন। ২০১৬ সালে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯শ১২ জন, ২০১৫ সালে পেয়েছে ১ হাজার ৪ শ ৫২ জন, ২০১৪ সালে ২ হাজার ৬শ জন জিপিএ ৫ পেয়েছে।
উল্লেখ্য গত ২ এপ্রিল শুরু হয় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ৩৮২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ তিন হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ সব পরীক্ষার্থী ১৮২ কেন্দ্রে পরীক্ষায় বসে।
ছাত্রী সংখ্যা ৫৫ হাজার ৮৩৫ জন এবং ছাত্র সংখ্যা ৪৭ হাজার ৮৩১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২২ হাজার ৭০২ জন। এদের মধ্যে ছাত্র ১১ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ১০ হাজার ৭২৯ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৪ হাজার ১৭৫ জন। এদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৫ জন এবং ছাত্রী ২৯ হাজার ১১০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে ছাত্র ২১ হাজার ২৪৩ জন এবং ছাত্রী ১৬ হাজার ৪৫৫ জন।
Leave a Reply