কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. অাবু তাহের।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. অাবু তাহের বলেন, উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন গ্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে
ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করে দেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সর্বমোট ছয়টি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু ছিলো।
উল্লেখ্য, বুধবার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
Leave a Reply