অনলাইন ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের হ..ত্যার হু..মকি, লা..ঞ্ছনা ও বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলা ভ..ঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল এবং সহ-সভাপতি মো. রাইহান জিসানের পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এদিকে একই অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না- এই মর্মে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনা ও বিভিন্ন সময়ে দলীয় বিশৃ..ঙ্খলার ভিত্তিতে গত ২১ জুলাই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে দলীয় শৃ..ঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল এবং সহ-সভাপতি মো. রাইহান জিসানের পদ স্থ..গিত করা হলো।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তাহের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তিন কার্যদিবসের ভেতর তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না- এই মর্মে শোকজ করা হয়।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা গত দুইদিন ধরে আ..ন্দোলন চালিয়ে আসছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ছাত্রলীগের এক সংঘ..র্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উদ্দেশ্যে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিককে গু..লি করে হ..ত্যার হুম..কি দেয় এবং সহ-সভাপতি মো. রাইহান জিসান স্বদলবল নিয়ে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর রায়হানকে মা..রতে তেড়ে আসে এবং লা..ঞ্ছিত করে।
মাত্র ৫ টাকার জন্যই আসলেন ম্যাজিস্ট্রেট!
বিদেশ থেকে দেশে আসছেন বাবা। তার অপেক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলে আফতাবউদ্দিন। পানির তৃষ্ণা পেলে যান একটি দোকানে। আধা লিটার পানি নিয়ে দিলেন ১০০ টাকা। বোতলের গায়ে ১৫ টাকা দাম লেখা থাকলেও বিক্রেতা নিলেন ২০ টাকা।
জানতে চাইলে তিনি বললেন, আমাদের এখানে দাম এমনই! সচেতন মানুষ আফতাবউদ্দিন দৃঢ়ভাবে জানালেন যে, সর্বোচ্চ খুচরা মূল্যের অতিরিক্ত দাম রাখা অপ..রাধ এবং এর জন্য তিনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন। তবুও বাড়তি নেয়া ৫ টাকা ফেরত দিতে নারাজ বিক্রেতা। বিক্রেতা তাচ্ছিল্যভরে বলে উঠলেন, ‘মাত্র ৫ টাকার জন্য ম্যাজিস্ট্রেট আসবে এখানে?’ এরপর ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিস্তারিত জানালেন আফতাবউদ্দিন।
১০ মিনিট পরে ঘটনাস্থলে হাজির বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট। দেখেতো চোখ কপালে উঠলো বিক্রেতার! অভিযোগের সত্যতা পাওয়ায় বিক্রেতাকে দশ হাজার টাকা জরিমানা করা হল। সবশেষে অভিযোগকারী আফতাবউদ্দিন পেলেন আদায়কৃত জরিমানার ২৫ ভাগ। এ বিষয়ে আফতাবউদ্দিন বলেন, ৫ টাকা বড় বিষয় ছিল না। বড় বিষয় ছিল বিক্রেতা সাধারণ ভোক্তাদের সাথে অন্যায় করছেন।
এ জন্যই আমি প্রতিকার চেয়েছিলাম। বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানুষ সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সকল ক্ষেত্রেই অনিয়ম অনেক কমে যাবে। এদিকে, ঘটনাটি বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটদের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পাতায় (ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্ট বাংলাদেশ) শেয়ার করলে অনেকেই আফতাবউদ্দিনের প্রশংসা করেন। এছাড়া অনিয়ম হওয়ায় জরিমানা করায় বিমানবন্দরের ম্যাজিস্ট্রেটদেরও প্রশংসা করেন ফেসবুক ব্যবহারকারীরা।
Leave a Reply