প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লার কান্দিরপাড় ও মনোহরপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার কলেজ রোড বিগবাজার সুপার শপ ও খন্দকারের হক টাওয়ারের কসমেটিক মার্কেটে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার বিরোধী কার্যের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় খন্দকার শপিংমলের বধুয়া কসমেটিকসকে দশ হাজার টাকা ও গায়ের মূল্য থেকে অতিরিক্ত দামে শনপাপড়ী বিক্রি করায় বিগ বাজার সুপার শপকে দশ হাজারসহ মোট ২০,০০০ টাকা জরিমানা করে অভিযোগকারী দুজনকে উক্ত জরিমানার ২৫% হিসাবে ৫,০০০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, জেলা পুলিশের একটি টিম, সংশ্লিষ্ট মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ ৭ অক্টোবর, ২০২০ খ্রি. জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে শহরের কান্দিরপাড় ও মনোহরপুর এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুইজন অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করে অভিযোগকারী দুজনকে উক্ত জরিমানার ২৫% হিসাবে ৫,০০০ টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়।অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, পাকা ক্রয় রসিদ সংরক্ষণ করতে, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য না মেশাতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, জেলা পুলিশের একটি টিম, সংশ্লিষ্ট মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে
Leave a Reply