নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে দিনব্যাপী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নার হল রুমে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষানার্থী অংশগ্রহন করেন।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইনস্টিটিউট অফ ফটোগ্রাফীর পরিচালক জনপ্রিয় আলোকচিত্রী কে ইউ মাসুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সোসাইটির উপদেষ্টা আলোকচিত্রী নাট্যজন শাহজাহান চৌধুরী, কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
কর্মশালায় শেষে আলোচন সভা ও সাটিফিকেট বিরতণ অনুষ্ঠানে সভাপত্বিত করেন কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইমন রেজা। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ রবি, সহ সাধারণ সম্পাদক ইসরাফিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, দপ্তর সম্পাদক প্রনয় সুমিত, কোষাধ্যক্ষ বিন্তিয়া সনিসহ অন্যান্য কমিটির নেতৃবৃন্দ ও এক্সিকিউটিভ সদস্য বৃন্দ।
ক্যামেরার ব্যবহার ও ফটোগ্রাফী বিষয়ক কর্মশালায় প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন । আগামীতে কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করার কথা জানান। ইফতার অয়োজনে সহযোগী ছিলেন নুসরাত কিচেন ।
Leave a Reply