নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে আমরা খুঁজছি।
জানা যায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন বলে প্রচারিত হচ্ছে। এই প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘অফিসিয়ালভাবে এখনও পরিচয় প্রকাশ করা হয়নি। এই বিষয়ে যথাসময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বিষয়টি আরও পরিষ্কার হবে।
তবে সিসিটিভির ফুটেজে দেখা যায়, ‘শনাক্ত ব্যক্তি নানুয়াদীঘির পাশের একটি মাজারের দিক থেকে পবিত্র কোরআন সাদৃশ্য একটি গ্রন্থ নিয়ে আসছেন।’ আরেক ফুটেজে দেখা যায়, ‘সেই কোরআন সাদৃশ্য গ্রন্থটি নিয়ে তিনি পূজামণ্ডপে প্রবেশ করে। পরবর্তীতে হনুমানের হাতে থাকা গদাটি নিয়ে অন্য দিকে চলে যায়। পুলিশের দাবি এই ব্যক্তিই মণ্ডবে পবিত্র কোরআন শরিফ রেখে এসেছেন।’
Leave a Reply