পবিত্র রমযানের শুরুতে বয়স্ক ও অসুস্থ রোগিদের বসে নামাজ পড়ার সুবিধার্থে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতা কুমিল্লার মহানগরের ১০ টি মসজিদে পক্ষাগ্রস্থ চেয়ার বিতরন করেন । মসজিদ গুলো হলো ১৯ নং ওয়ার্ড ঢুলি পাড়া উত্তর জামে মসজিদ , ২০ নং ওয়ার্ড শাহ আবদুল্লাহ গাজী পুরী(রঃ) মসজিদ ,২১ নং ওয়ার্ড মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ ,মধ্যম আশ্রাফপুর জামে মসজিদ , মীর পুকুরপাড় জামে মসজিদ , ২২ নং ওয়ার্ড দৌয়াড়া জামে মসজিদ ,২৩ নং ওয়ার্ড চাঙ্গেনী বাজার জামে মসজিদ ,২৪ নং ওয়ার্ড সালমানপুর মধ্যমপাড়া নোয়াবাড়ী জামে মসজিদ , ২৫ নং ওয়ার্ড লইপুরা জামে মসজিদ ,বল্লভ পুর গাউসুল আজম জামে মসজিদ ,২৭ নং ওয়ার্ড কেন্দ্রীয় ধনাইতলী জামে মসজিদ ।
জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবী কর্মীরা মসজিদ কমিটির সদস্য ও ইমাম সাহেবের কাছে চেয়ার গুলো পৌছে দেয় এবং নগরীর বিভিন্ন মসজিদে নামাজে বিঘ্ন না ঘটানোর জন্য সচেতনতা মূলক স্টিকার লাগিয়ে দেয় ।
জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা বলেন , অসুস্থ মানুষের কথা চিন্তা করেই তিনি এ প্রদক্ষেপ গ্রহণ করেন এবং ক্রমান্বয়ে আরো কাজ করার ইচ্ছে আছে । তিনি পবিত্র রমজান মাস উপলক্ষে সর্বোস্তরের মুসলমানেরা যেন সুস্থভাবে ইবাদাত করতে ও রোজা রাখতে পারে তার জন্য দোয়া প্রার্থনা করেন । -প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply