আশিকুর রহমান আশিক
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার রোডে অটো রিক্সার চাপায় আনসার সদস্যের মেয়ে নুসরাতের মৃ ত্যু হয়েছে।
আনসার সদস্য কাউছার বাংগড়া থানা, পান্ডঘর বাড়ি, তার শশুর বাড়ি ক্যান্টলম্যানট আলিপুর, তিনি কুমিল্লা অাদর্শ সদর কোতোয়ালি মডেল থানায় পুলিশের সাথে মহাযোগী হিসেবে কাজ করে থাকেন।
শুক্রবার ১১ই সেপ্টেম্বর আনছার সদস্য নুসরাতের বাবা কাউছার এর সাথে বাড়ি থেকে নিয়ে আসে মেয়েকে জ্বর হওয়ার কারনে কুমিল্লা ডাক্তার দেখাতে শহরে।
রাতে নূসরাত ( ৮) তার বাবার সাথেই ছিলেন সকালে নুসরাত তার বাবার বের হলে হাতে ধরা অবস্থায় অটো রিক্সা চালক মোঃ হানিফ মিয়া (২৬) হরণ বাজালে ভয়ে তখন মেয়ে নুসরাত বাবার হাত ছেড়ে দৌড়ে সরে যাবার পরেও অটো রিক্সা নুসরাতের উপরে তুলে দেয় ঘা তক অটো চালক। পরে ঘটনাস্থলেই নুসরাতের মৃ ত্যু হয় বলে নিশ্চিত নুসরাতের বাবা আনসার সদস্য কাউছার।
এঘটনার পর থানা রোডে অটোবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়।
আবু সুফিয়ান রাসেল:
শাণিত উচ্চারণের ৭ম সমাবর্তন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মুক্তমঞ্চে এ অায়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীনের আবৃত্তি, উন্মুক্ত আড্ডা, প্রদীপ প্রজ্জ্বলন, কথামালা, সদস্য শিল্পী ও অতিথি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোম্যান রুমি।
অনুষ্ঠান শেষে ৭ম আবর্তনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক জিৎ নাত বলেন, নভেম্বর মাসের শেষ দিকে ৮ম অাবর্তন শুরু হবে। তিনি অাগ্রহীদের নিবন্ধনের আহ্বান জানান।
উল্লেখ্য যে, শব্দের শক্তিতে উদ্ভাসিত জীবন এই স্লোগানকে সামনে রেখে বাচিক শিল্প তথা আবৃত্তি চর্চার মাধ্যমে মুক্ত চিন্তা চর্চা, বিকাশ এবং মানুষের প্রতি প্রকৃতির প্রতি আজন্ম দায়বদ্ধতার সহজ স্বীকারোক্তির নান্দনিক চর্চার লক্ষ্যে ২০১০ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।
Leave a Reply