প্রেস বিজ্ঞপ্তি:
জাগো ফাউন্ডেশনের যুব শাখা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার হলেন কুমিল্লার সাইফ বাবু। কুমিল্লা থেকে এই প্রথম কেউ এই বোর্ডের সদস্য হলেন।
সাইফ বাবু স্বেচ্ছাসেবক জগতে এক অনন্য ব্যাক্তি। ২০১৪ সাল থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর কুমিল্লা শাখায় কাজ করে যাচ্ছেন। সাধারণ ভলান্টিয়ার হয়ে কাজ করা শুরু করে তিনি ২০১৫ সালে কুমিল্লা জেলার কমিটি মেম্বার পদ লাভ করেন। তারপর ২০১৬ সালে তিনি কুমিল্লা শাখায় ট্রেজারার এবং ২০১৮ সালে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি সংগঠনটির এলমনাই সদস্য পদ লাভ করেন। জেলা শাখায় সফলতার সাথে দায়িত্ব পালন করে তিনি ২০২০-২১ বর্ষে চট্রগ্রাম বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে জয় লাভ করেন এবং২০২১-২২ বর্ষে চট্রগ্রাম বিভাগে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে জয় লাভ করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আগামি এক বছরের জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার হয়ে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাইফ বাবু কুমিল্লায় জনপ্রিয় সংগঠন রং তুলি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং রোটারি মুভমেন্টে একজন রোটার্যাক্টর হয়ে ২০২৩-২৪ রোটাবর্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ – তে ডিস্ট্রিক ডেপুটি চীফ ট্রেইনার হিসাবে দায়িত্ব পালন করছেন।
গত ১০ জুলাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ ধ্রুব ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – ন্যাশনাল বোর্ডের এই ঘোষনা দেন। বোর্ডটিতে সভাপতি হিসাবে আছেন রাজশাহী জেলা থেকে জিহাদুল ইসলাম, সহ-সভাপতি হিসাবে আছেন চট্রগ্রাম জেলা থেকে শওকত আরাফাত, সাধারন সম্পাদক হিসাবে আছেন ঝিনাইদহ জেলা থেকে মেহেদী হাসান ইমন, ট্রেজারার হিসাবে আছেন বরিশাল জেলা থেকে তন্বী দাস। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন গত বোর্ডের সভাপতি ঢাকা জেলা থেকে সৈয়দ মোহাম্মদ মুজতবা ও তারেক আজিজ, রংপুর জেলা থেকে জাহিদ আহম্মেদ শুভ, দিনাজপুর জেলা থেকে সনজিদা সাজনিন ও কুমিল্লা জেলা থেকে সাইফ বাবু।
উল্লেখ্য, ২০০৭ সালের এপ্রিল মাসে করভী রাখসান্দ ধ্রব নামে একজন আইন স্কুলের ছাত্র, ঢাকা শহরের রায়ের বাজারের বস্তিতে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের জন্য কয়েকজন বন্ধুর সাথে একটি আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তিনি ‘শিক্ষার মাধ্যমে দারিদ্র্য চক্র ভাঙার’ আশা নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রম সম্প্রসারিত করেন। যদিও জাগো মূলত ঢাকার রায়ের বাজারের শিশুদের বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রদানের মাধ্যমে শুরু হয়েছিল, এটি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে তার কার্যক্রম সম্প্রসারিত করতে শুরু করে।
এই জাগো ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্ম হলো ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’- যেখানে ৬৪ টি জেলায় ৫০,০০০ এরও বেশি সংখ্যক[৪] স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ২০১১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং এই সংস্থাটি মার্কিন দূতাবাস দ্বারা সমর্থিত। ভলান্টিয়ার ফর বাংলাদেশ স্বেচ্ছাসেবকদের একটি দেশব্যাপী সংগঠন যেখানে তারা নিজেদের সমাজ ও সমগ্র দেশের জন্য কাজ করে যাচ্ছে।
Leave a Reply