রবিউল হোসেন।।
কুমিল্লা-ঢাকা মহাসড়কে চলাচলের জন্য বিআরটিসি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। আধুনিক সুবিধাগুলোর মধ্যে রয়েছে সিসি ক্যামেরা, মোবাইল চাজিং ও ফ্রি ওয়াইফাই।
সোমবার (৭অক্টোবর) কুমিল্লা-ঢাকা-কুমিল্লা রোডে অত্যাধুনিক বিলাসবহুল নতুন এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি’র ডিজিএম শুকদেব ঢালীর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল ও কুমিল্লা বাস ডিপো ম্যানেজার কামরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি এমপি বাহার তার বক্তব্যে বলেন, প্রতিকৃৎ কুমিল্লা প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যাত্রী সেবার মান আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে কুমিল্লা বিআরটিসি বাস সার্ভিসে যুক্ত হলো ১৪টি নতুন এসি বাস। অত্যাধুনিক বিলাসবহুল এই বাস সার্ভিসে মধ্যদিয়ে কুমিল্লা-ঢাকার যাত্রীদের যাতায়াত দ্রুত ও নিরাপদ হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিছুর রহমান।
Leave a Reply