জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি (সিপিএস) এর আয়োজনে Bufferless Beautiful Bangladesh কুমিল্লা টাউন হলে শুরু হল দিনব্যাপী মোবাইল ফটোগ্রাফি প্রদর্শন ও কর্মশালা।
বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা ও বিসিবির কাউন্সিলর, কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।
আজ শুক্রবার সারা দিন ব্যাপি অনুষ্ঠিত হবে কুমিল্লা টাউন হল মাঠে। উক্ত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশ থেকে প্রায় ৩০০০ ছবি জমা পড়েছে যার মধ্য থেকে ২৬ জন ফটোগ্রাফারের ২৬ টি ছবি নির্বাচন করা হয়েছে, যাদের মধ্য থেকে তিন জন প্রতিযোগিকে পুরষ্কৃত করা হবে।
কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও Vibe communication এর সিইও সাইব বাপ্পি জানান, বাংলাদেশ গুনি মানুষের দেশ। এই দেশ অসংখ্য গুনি মানুষের জন্ম দিয়েছে। এদেশে অসংখ্য মেধাবি তরুণ রয়েছে যারা সুযোগের অভাবে নিজেদের মেধা আর সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরতে পারেনা। এমনই মেধাবী তরুণদের আপনাদের সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইমন রেজা ও সাধারণ সম্পাদক আরিফ হাসান জানান, কুমিল্লার মাটিতে অনুষ্ঠিত এত বড় আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জাগ্রত মানবিকতা, Bufferless, Hairstudio ও Vibe communication সহ অন্যান্য সহযোগীদের।
তারা প্রতিযোগিদের উৎসাহিত করেছে। ঐ সকল মেধাবী তরুণদের উৎসাহিত করতে কুমিল্লা বাসীর উপস্থিতি কামনা করছি ।
Leave a Reply