অনলাইন ডেস্ক:
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “
জাতীয় যুব দিবস – ২০১৯ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হন এবং যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা হতে সন্মাননা স্মারক গ্রহন করেন – জনাব আরিফ চৌধুরী, চেয়ারম্যান, দুর্বার ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক জনাব আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য মান্যবর অতিথিবৃন্দ।
এই সম্মাননা’র বিষয়ে দুর্বার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ চৌধুরী বলেন ” প্রতি সম্মাননা আমাদের কাজকে আরো গতিশীল করে এই সম্মাননা স্থানীয় ভাবে কাজ করার ক্ষেত্রে যথেষ্ঠ সহযোগী ভূমিকা পালন করবে “
দুর্বার ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন যা দীর্ঘদিন ধরে পথশিশু, যুব দক্ষতা, আইসিটি ও নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালে বিপ্লবী চে গুয়েভারা ন্যাশনাল ইয়ুথ এওয়ার্ড ও ২০১৭ সালে সারা বাংলাদেশের সেরাদের সেরা হয়ে “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড” করেন। যুব প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার সাথেও দেখা করেন দুর্বার চেয়ারম্যান আরিফ চৌধুরী। পথশিশুদের দুর্বার স্কুলের মাধ্যমে পথশিশু মুক্ত দুর্বার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে দুর্বার ফাউন্ডেশন, যেখানে পথশিশুদের শিক্ষা, অন্ন, বস্ত্র অধিকার পূরনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে দুর্বারা। ইতিমধ্যে নারীর প্রতি সহিংসতা রোধে “উদ্যোমী” নামের উইংস খুলেছে ও শিশুদের প্রোগ্রামিং শেখানোর “ঊর্ধগগন” নামের একটি প্রশিক্ষন শুরু করেছে দুর্বার ফাউন্ডেশন। দুর্বার ফাউন্ডেশন এর সেচ্ছাসেবী প্রায় ৩ হাজার যারা রক্তদান, বৃক্ষরোপণ সহ নানান সেচ্ছাসেবী কাজ করে ভালো সারা ফেলেছে সমস্ত বাংলাদেশে।
Leave a Reply