(মাহফুজ নান্টু, কুমিল্লা)
গত মে মাসে কুমিল্লা জেলায় মামলার তদন্তের রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মোঃসৈয়দ নুরুল ইসলাম বিপিএম ( বার), পিপিএম এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) মোঃ সালাহ্ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে প্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের অর্থ প্রশাসনের দায়িত্বে থাকা মো:আবদুল্লাহ্ আল মামুন, সদ্য পুলিশ সুপার পদে প্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর সার্কেল) মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন,অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) আমিমুল এহসানসহ জেলা পুলিশের উধ্বর্তণ কর্তৃপক্ষ।
কাজের স্বীকৃতির অনুভূতি প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার পরিদর্শক(তদন্ত) মো:সালাহ্ উদ্দিন জানান,ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের উৎসাহ বাড়ে। আর এমন কাজের জন্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিবিএম(বার),পিপিএম এবং কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলাবাসীর প্রতি।
সবার আন্তরিক সহযোগীতায় কর্মক্ষেত্রে এমন সাফল্য অর্জণ সহজ হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,অতীতের মত ভবিষ্যতেও জেলার শান্তি শৃংখলা ও সাধারণ মানুষের নিরাপত্তায় সকলের সহযোগীতা অব্যহত থাকবে।
Leave a Reply