(অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে সদরে একজনের মৃত্যু হয়েছে । এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে । বুুুুুধবার নতুনকরে সিটিসহ ১১ উপজেলায় আরও ৮৯ জন আক্রান্ত । এর মধ্যে সিটি করপোরেশন- ২৪, চৌদ্দগ্রাম- ৩৪, মনোহরগঞ্জ- ১, মুরাদনগর- ৯, চান্দিনা-৭, আদর্শ সদর- ২, মেঘনা- ২, দাউদকান্দি- ২, নাঙ্গলকোট- ৪, বুড়িচং- ১ (ক্যান্টনমেন্ট), সদর দক্ষিণ- ১, লালমাই- ১
আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার৬শ ৩ জন ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ১৩ জন জন এর মধ্যে মনোহরগঞ্জ- ৯,আদর্শ সদর- ২, সিটি করপোরেশন- ২। মোট সুস্থ হয়েছে ২ শ ৭১জন ।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৩ জন, ফলাফল এসেছে ১১ হাজার ১শ ১৭ জনের। বুধবার (১০ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা:
সিটিতে ২৮২ ,দেবিদ্বার ১৯২ জন, মুরাদনগরে ১৭১ জন, লাকসামে ১০২ জন, বুড়িচং ১০৭ জন, চৌদ্দগ্রামে ১৩৩ জন, কুমিল্লা সদর ৭২ জন, চান্দিনা ১৩৬ জন, নাঙ্গলকোটে ৭৮ জন, দাউদকান্দি ৫৮, জন, ব্রাহ্মণপাড়া ৩৩ জন, তিতাস ৩৯ জন, মনোহরগঞ্জে ৩০ , হোমনা ২৮ , সদর দক্ষিন ৩১ জন, লালমাই ১২ জন, বরুড়া ৩৮ জন, মেঘনা ২১ জন
Leave a Reply