(অমিত মজুমদার, কুমিল্লা)
লকডাউনে শপিং কমপ্লেক্স খোলার পর থেকে যানজট ও মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা ট্রাফিক পুলিশ । এতে করোনার সক্রামন বৃদ্ধি আশঙ্কা থাকলেও সাধারণ জনগণ কোন প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। যানজট নিয়ন্ত্রণে ঈদ পর্যন্ত কান্দিরপাড় এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখা হবে।
সোমবার সকল থেকে কুমিল্লার কান্দিরপাড়ে প্রবেশ করা সব কয়টি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে ।
বিষযটি নিশ্চিত করে কুমিল্লা ট্রাফিক পুলিশ বিভাগের টি আই ( প্রশাসন) মো: এমদাদুল হক জাগো কুমিল্লাকে জানান, কান্দিরপাড় টাউন হল গেইট, নিউ মার্কেট , মনোহরপুর সোনালী ব্যাংক মোড়, ভিক্টোরিয়া কলেজ গেইট এলাকায় সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র নগরীর যানজন ও মানুষের চাপ বৃদ্ধি পাওয়া এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে জনগণ যানজট ছাড়াই প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে এসে প্রয়োজনীয় কাজ করে বাসায় ফিরে যাচ্ছেন।
তবে ব্যক্তিগত গাড়ি চলাচলে সাময়িক সমস্যা সৃস্টি হবে । করোনার সক্রামন বৃদ্ধি ও সামগ্রিক দিক চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নগরবাসীকে অনুরোধ করা যাচ্ছে ।
Leave a Reply