মাহফুজ নান্টু, কুমিল্লা :
কুমিল্লা কান্দিরপাড়ে নির্মাণাধীন রুপায়ণ দেলোয়ার টাওয়ারের তিনতলার ছাদ ধ্ব’সে পড়ে ১ জন নি’হত হয় আ’হত হয়। শুক্রবার সোয়া পাঁচটায় এ ঘটনা ঘটে।
নির্মাণাধীন দালানের শ্রমিক রুবেল জানান, শুক্রবার সকাল ৮টা থেকে দেলোয়ার রুপায়ণ দেলোয়ার টাওয়ারের কাজ আরম্ভ হয়। কাজ চলাকালে সন্ধ্যা সোয়া পাঁচটায় তিনতলা ছাদের ঢালাই দেয়ার সময় বিকট আওয়াজ করে ভেঙ্গে পড়ে। এ সময় ৯ জন আ’হত হয় এবং রেজা নামে একজন নির্মাণ শ্রমিক নিহ’ত হয়। নিহত রেজা (১৮) রংপুরের গঙ্গাছড়া উপজেলার মনভোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাননাথ সাহা জানান, ধ্বসে পড়া দালানের মধ্যে থেকে স্থানীয়রা ৪ এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাকি ৫ জনকে উদ্ধারকরি। পরে শুনতে পেয়েছি একজন মা’রা গেছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার তৎপরতাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
এক জন নিহ’ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসা দায়িত্ব নেওয়া হয়েছে।
Leave a Reply