অনলাইন ডেস্ক:
কুমিল্লা ইপিজেডে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। তবে সাংবাদিক প্রবেশ বাধা দেওয়া হচ্ছে। ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে একটি কারখানায় আগুন লেগেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কুমিল্লার সাংবাদিকরা। যার কারণে ভেতরে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয় জানান, কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়াতে জনগণ ইপিজেডে কি ঘটনা ঘটেছে তা জানতে পারছে না। যে কোন ঘটনায় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয় না। সব সময় সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করা হয়। এটার সমাধান হওয়া উচিত।
তবে ইপিজেড কর্তৃপক্ষের দাবি, তাদের জিএমের অনুমতি না থাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছে।
উল্লেখ্য গত কয়েকমাস আগে এই ইপিজেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
Leave a Reply