নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের দৃঢ় শপথ “মাদক চোরাচালান করবো রোধ” মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত রাখিব বর্ডার” এই শ্লোগনে কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবি গত ১০ মাসে কুমিল্লার ভারতীয় সীমান্তে আটককৃত প্রায় ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় কোটবাড়ীস্থ বিজিবি ১০ ব্যাটালিয়ান সদর দপ্তরের প্রাঙ্গণে মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়ন কমান্ডার মো: তৌহিদুল ইসলাম পিবিজিএম।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ফেন্সিডিল ৭১ হাজার ৫১৩ বোতল, গাঁজা ১ হাজার ৩৫০ কেজি, মদ ১৮ হাজার ৮৯ বোতল, বিয়ার ক্যান ১ হাজার ৬৭৫ বোতল, অবৈধ ট্যাবলেট ২ লাখ ৯৬ হাজার ৪২০ টি, ইস্কাপ সিরাপ ২ হাজার ১৮ বোতল, টার্গেট এবং স্যানেগ্রা ৫ হাজার ৯৮০ টি।যার আনুমানিক মূল্য ৯ কোটি ২৫ লাখ ১ হাজার ৯০০ টাকা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহেম্মদ, কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাৎ মো: শাহরিয়ার ইকবাল।
আরও উপস্থিত ছিলেন,১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, উপ অধিনায়ক মেজর রেজাউর রহমান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসান, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিমউদ্দিনসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা।
Leave a Reply