অনলাইন ডেস্ক:
কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে ৩২ হাজার পিস ইয়া’বা ট্যাবলেট উ’দ্ধার এবং অ’স্ত্র, গু’লিসহ স’ন্ত্রাসী গ্রে’ফতার হয়েছে। এছাড়াও পুলিশের চলমান অভিযানে জালনোট চ’ক্রের নারী সদস্য আ’টক ও একলাখ পিস ডিম নিয়ে ছিনতাই হওয়া ট্রাক উ’দ্ধার করা হয়েছে।
রবিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান। এসময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল্ল্যাহ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এবং ডিআইও-ওয়ান মাহবুব মোরশেদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, বর্তমান সময়ে মা’দক চাহিদার জায়গাাটি অন্যান্য মা’দকদ্রব্যের চেয়ে ই’য়াবা নামক ট্যা’বলেট দ’খল করে আছে। ডিমান্ড বেশি থাকায় নানা কৌ’শলে মিয়ানমার ও ভারত থেকে আমাদের দেশে ই’য়াবা ঢুকছে। কুমিল্লা সীমান্তঘেঁষা জেলা এবং ট্রানজিটের ঢাকা-চট্টগ্রামের করিডোরও বলা যায়। সেই হিসেবে এখানেও মা’দকের ডিমান্ড রয়েছে। কুমিল্লা জেলা পুলিশ মা’দকের বিরুদ্ধে সবসময় জিরো টলা’রেন্স প্রদর্শন করে আসছে। পাশাপাশি মা’দক বিরোধী অ’ভিযানও চালাচ্ছে। শনিবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি নিশান পেট্্েরাল জীপ মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বলদাখাল এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানার এসআই গোলাম আজম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গাড়ীটি তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়া’বা ট্যা’বলেট উদ্ধারসহ ইউসুফ নামে একজনকে আ’টক করে।
আ’টককৃত ব্যক্তি ই’য়াবা চালানের সাথে জড়িত দুইজনের নাম প্রকাশ করে। এদিকে একইদিনে কুমিল্লা ডিবি পুলিশের এসআই পরিমল দুই হাজার পিস ই’য়াবা ও একটি দেশিয় অ’ন্ত্রসহ রিপন নামে এক মা’দক ব্যবসায়ি ও অ’স্ত্রধারীকে গ্রে’ফতার করে এবং চৌদ্দগ্রাম থানা পুলিশ এক হাজার টাকা মূল্যমানের ২৮টি জাল নোটসহ সাদিয়া নামের জা’লনোট চ’ক্রের এক নারী সদস্য এবং একলাখ নয় হাজার পিস মুরগীর ডিমসহ ছিন’তাই হওয়া ট্রাক উ’দ্ধার করে।
এদিকে রবিবার কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে নগরীর পাথুরিয়াপাড়া এলাকা থেকে ছয় মামলার পলাতক আসামী স’ন্ত্রাসী মামুনকে দেশিয় এ’লজি ও গু’লিসহ আ’টক করে।
Leave a Reply