অনলাইন ডেস্ক:
মাস্কের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়ায় কুমিল্লায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ঢাকায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবরে কুমিল্লায় মাস্কের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। সোমবার বিকেলে নগরীর কান্দিরপাড় ও বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি দোকানে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার কে জানায় ভোক্তারা। মানুষের নিত্য প্রয়োজনীয় কোন কিছুর দাম বাড়িয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তদারকিতে দেখা যায় গতকাল যে মাস্ক ৩৫ থেকে ৫৫ টাকায় বিক্রি করা হয়েছে আজ তা বিক্রয় করা হচ্ছে ৮০ থেকে ১৩০ টাকায়। ক্রয় ভাউচার দেখে ও উপস্থিত ক্রেতা সাধারণের সাথে কথা বলে বিষয়টি যাচাই করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কান্দিরপাড় এলাকার ৪টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও বিনামূল্যের ঔষধ বিক্রি করায় ২টি ফার্মেসীকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply