(দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা)
এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ কুমিল্লা এর ঈদ পূনর্মিলনী ২৪ আগষ্ট শুক্রবার পুলিশ লাইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ঈদ পূনর্মিলনীর সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ ব্যাচ এর বেশ কয়েকটি স্কুল ও কলেজের বন্ধুরা এ পূনর্মিলনীতে অংশ নিচ্ছে। পূনর্মিলনীতে অংশ নিতে ছেলে ও মেয়ে বন্ধুসহ প্রায় সাড়ে ৩ শত বন্ধু রেজিষ্ট্রেশন করেছে। এ পূনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণার পর থেকে স্ব-ইচ্ছায় এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ ব্যাচ এর বন্ধুরা রেজিষ্ট্রেশন করতে থাকে। প্রথমে এ পূনর্মিলনী কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে হওয়ার কথা থাকলেও রেজিষ্ট্রেশনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভেন্যু বদলিয়ে কুমিল্লা পুলিশ লাইন কনভেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।
এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ ব্যাচ কুমিল্লা ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানটি সকল বন্ধুদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ টায় নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের পর শুরু হবে দীর্ঘ দিন থেকে হারিয়ে যাওয়া বন্ধুদের মাঝে আড্ডা, চলবে সন্ধা পর্যন্ত, সাথে থাকবে চা-নাশতার আপ্যায়ন। সন্ধার পরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করবে কুমিল্লার প্রখ্যাত শিল্পীবৃন্দ, সাথে থাকবে ঐতিহ্যবাহী বাউল গান।
এর পর সকল বন্ধুরা মিলিত হবে রাতের খাবারে। উপহার হিসেবে সকল বন্ধুদের জন্য থাকবে এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ ব্যাচ কুমিল্লা ঈদ পূনর্মিলনীর স্টিকার সম্বলিত টি-শার্ট ও প্রিন্টেড মগ, যা স্মৃতি হিসেবে পূনর্মিলনীকে ধরে রাখবে বহুকাল। এসএসসি ’৯৬ ও এইচএসসি ’৯৮ ব্যাচ কুমিল্লা ঈদ পূনর্মিলনী বন্ধুদের মধ্যে আয়োজক হিসেবে যারা জড়িত রয়েছেন ২৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ টার মধ্যে সকল বন্ধুদের পুলিশ লাইন কনভেনশন সেন্টার উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে।
Leave a Reply