নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা বড়পুকুরিয়া গ্রামের ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সরু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত কাউয়ুম (২৪) কে উপজেলার বড়াই গ্রাম থেকে আটক করেছ পুলিশ। বাঙ্গরা বাজার থানা পুলিশের সাহসী এস আই নূর আলম সঙ্গীয় ফোর্সের সহয়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে আটক করে। কুখ্যাত ডাকাত কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লা সহ বিভিন্ন জেলায় খুন, ডাকাতি সহ গুরুতর অপরাধের ১০ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
সত্যতা নিশ্চিত করে এস আই নূর আলম জানান, গত ৬/৮/১৯ইং তারিখ বাঙ্গরা বাজার থানা বড়পুকুরিয়া গ্রামে ডাকাতি হয় সেই ঘটনার সাথে সরাসরি জড়িত আসামীদের একজন ডাকাত কাউয়ুম। তাছাড়াও তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply